সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দাগনভূঞায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন  

ফেনী প্রতিনিধি

দাগনভূঞায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন  

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর, পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়ন  জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার রামনগর কেএমসি উল্ল্যাহ উচ্চবিদ্যালয় ও আমুভূঞার হাট হাসানীয়া দাখিল মাদ্রাসা মাঠে এবং কোরাইশমুন্সি বাজারে পৃথক এ তিনটি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এর মধ্যে সকালে রামনগর ইউনিয়ন জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য এবং নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা আলা উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সোনাগাজী- দাগনভূঞা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তরের সহ- সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জামায়াত ইসলামী জেলা মজলিশের শুরা  ও কর্ম পরিষদ সদস্য, ফেনী জেলা পেশাজীবী পরিষদ সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক প্রমুখ।

স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহছান উল্যাহর সভাপতিত্বে সহ-সেক্রেটারি মাস্টার নেয়ামত উল্ল্যাহর সঞ্চালক এতে আরও বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা মজলিশে খেলাফত সেক্রেটারি মাওলানা মাকছুদের রহমান, ডাক্তার মনির আহাম্মেদ, আহছান হাবিব প্রমুখ।

বিকালে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামির সহ-সেক্রেটারি ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা গাজী সালাউদ্দীন।

টিএইচ